বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডধারীদের মাঝে চাল বিতরণের সময় অস্বাভাবিক এক দৃশ্য চোখে পড়ে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল থেকে ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণ কার্যক্রম চলাকালে দেখা যায়, চালের বস্তার গায়ে বড় অক্ষরে লেখা রয়েছে— “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ”।
এমন লেখা চালের বস্তা হাতে পেয়ে অনেকে বিস্মিত হন। স্থানীয়দের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ কেউ বলছেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির চালের বস্তায় রাজনৈতিক স্লোগান থাকা অনুচিত। অন্যদিকে, অনেকে বিষয়টিকে সাধারণ প্রচারণা হিসেবেই দেখছেন।
চাল নিতে আসা একাধিক উপকারভোগী জানান, আগে কখনো এমন লেখা চালের বস্তা পাননি। এবারের বিতরণে হঠাৎ এমন লেখা চালের বস্তা আসায় তারা অবাক হয়েছেন।
এ বিষয়ে দুর্গাহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা স্থানীয় প্রশাসনের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।