বগুড়ার গাবতলীতে বিয়ের দাবিতে এক প্রবাসীর স্ত্রী স্থানীয় বিএনপির এক নেতার বাড়িতে অনশন শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বটিয়াভাংগা গ্রামে।
অভিযোগ অনুযায়ী, ওই নারীকে বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ে তোলেন ভোলা সরকারের ছেলে পাইলট, যিনি বিএনপির অঙ্গ সংগঠন মৎস্যজীবী দলের দুর্গাহাটা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। চার মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক বজায় রাখলেও প্রতিশ্রুতি ভঙ্গ করেন বলে দাবি অনশনকারী নারীর।
অনশনরত প্রবাসীর স্ত্রী বলেন, “পাইলট আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে সম্পর্ক করেছেন। এখন যদি আমাকে বিয়ে না করে, তবে আমি আত্মহত্যা করতে বাধ্য হবো।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অনেকে অনশনরত নারীর পাশে দাঁড়িয়ে তার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মৎস্যজীবী দলের দুর্গাহাটা ইউনিয়ন সাধারণ সম্পাদক পাইলট এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।