বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন

বগুড়ায় তথ্য চাওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন ঠিকাদার

ফয়সাল হোসাইন সনি, বগুড়া / ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ায় দায়িত্ব পালন করতে গিয়ে এক সাংবাদিক প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাংবাদিক সাজেদুল ইসলাম এ জিডি করেন। জিডি ট্র্যাকিং নম্বর: CMON8Z।

অভিযুক্ত হাসিবুর রহমান রাসেল গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের বেতুয়ারকান্দি গ্রামের হাফিজুর রহমান ওরফে ঢোরার ছেলে। এবং তিনি খাদ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সংগ্রহ শাখার, উপ-সচিব আবু নাসার উদ্দিনের ছোট ভাই।

অভিযোগ সূত্রে জানা যায়, সাজেদুল ইসলাম (৩১) ঢাকার একটি জাতীয় পত্রিকায় বগুড়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। তিনি শহীদদের কবরস্থান সংস্কার কাজের তথ্য সংগ্রহ করতে জেলার গাবতলী থানার নাড়ুয়ামালা ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে যান। এসময় কাজের ঠিকাদার হাসিবুর রহমান রাসেল তথ্য দিতে অনীহা দেখান।

এরপর চলতি মাসের ২ তারিখ রাত ৮টা ৫৮ মিনিটে ঠিকাদার হাসিবুর রহমান রাসেল তার ব্যক্তিগত মোবাইল থেকে সাংবাদিক সাজেদুল ইসলামের ফোনে কল দেন। অভিযোগ রয়েছে, কলের সময় তিনি অকথ্য ভাষায় গালিগালাজের পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন।

ঘটনার সময় সাংবাদিক সাজেদুল ইসলাম বগুড়া শহরের নারুলী এলাকায় অবস্থান করছিলেন। এসময় তার সঙ্গে থাকা আবু জুয়েল রানা, আলামিন শেখ ও রুমেল আহম্মেদসহ স্থানীয় কয়েকজন ব্যক্তি পুরো ঘটনাটি প্রত্যক্ষ করেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক সাজেদুল ইসলাম জানান, “জুলাই আগস্টের শহীদদের কবরস্থান সংস্কার নিয়ে আমি অনুসন্ধান করছিলাম। ওই ঠিকাদার বিষয়টি টের পেয়ে আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি হত্যার হুমকি দিয়েছে যার কল রেকর্ড সংরক্ষিত রয়েছে। আমি আতঙ্কে আছি। এর সঠিক বিচার চাই।”

অভিযুক্ত ঠিকাদার হাসিবুর রহমান রাসেল অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কাউকে গালিগালাজ বা প্রাণনাশের হুমকি দিইনি।”

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসির বলেন,“অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ