বগুড়া সদর উপজেলার “ঢাকা বেকারি”-তে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ ও ভেজাল উপাদান ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
বুধবার (২০ আগস্ট) জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে দেখা যায়, কারখানার ভেতর অস্বাস্থ্যকর পরিবেশ, মেঝে ও টেবিলজুড়ে ময়লার স্তর, খাবারের মধ্যে আরশোলা-টিকটিকির উপস্থিতি রয়েছে। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ব্রেড ও বিস্কুট পুনরায় উৎপাদনে ব্যবহার করা হচ্ছিল। এছাড়া অ্যামোনিয়া, স্যাকারিন ও পোড়া তেল মিশিয়ে ক্রিম তৈরি এবং বিএসটিআই অনুমোদন ছাড়া পণ্য উৎপাদনের প্রমাণ মেলে।
এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট রশিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারায় বেকারিটিকে ৩ লাখ টাকা জরিমানা আদায় করে।
এ অভিযানে নিরাপদ খাদ্য অফিসার রাসেল, পরিদর্শক শাহ আলী, কর্তৃপক্ষের সহায়ক কর্মী ও জেলা পুলিশের সদস্যরা অংশ নেন।