বগুড়ার শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা হয়রত আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে সিরাজগঞ্জে আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, হয়রত আলীর বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। এসব মামলায় দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও বলেন, র্যাব তাকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করেছে। তাকে আমাদের শাজাহানপুর থানায় দিয়েছে, আমরা আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছি।