বগুড়ার ধুনট উপজেলায় অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এক নারী যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার সোনাহাটা-কান্তনগর সড়কের সরুগ্রাম মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারীর নাম হাওয়া বেগম (৩০)। তিনি ধুনটের পাকরী হাট এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় অটোভ্যানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ভ্যানে থাকা হাওয়া বেগম মাথায় গুরুতর আঘাত পান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।