বিএনপির নির্বাহী কমিটির সদস্য পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট হটানো হয়েছে। ছাত্রদের নৈতিক আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছিলেন। তিনি এমনভাবে নেতৃত্ব দিয়েছিলেন… ধরাছোঁয়ার বাইরে থেকে, যাতে এ আন্দোলন অন্যদিকে কেউ না নিতে পারে। এভাবে আন্দোলনকে তিনি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। ফ্যাসিস্ট পতনে তারেক রহমানকে সব দল মাস্টারমাইন্ড স্বীকৃতি দিয়েছে।
গতকাল বিকেলে পাবনার বেড়া উপজেলা বিএনপির উদ্যোগে রুপপুরের বাঁধেরহাট মোড়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, হামলা-মামলা হয়েছে, কখনও রাজপথ থেকে পালিয়ে যাইনি। জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিষ্টদের বিরুদ্ধে লড়াই করেছি। ঝোপঝাড়ে রাত কাটিয়েছি তবুও কারও সঙ্গে আপস করিনি। শেখ মুজিব এক দফা ফ্যাসিবাদ কায়েম করেছিল। এরচেয়েও বড় ফ্যাসিবাদ কায়েম করেছিল তার মেয়ে শেখ হাসিনা। কারও কথা বলার অধিকার ছিল না। তারেক রহমান সব দলকে এক ছাতার নিচে নিয়ে এসেছিলেন।
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আপনারা নির্বাচনের জন্য প্রস্তুত হোন। আপনারাই আমাদের শক্তি। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী নির্বাচন আমরা আদায় করব। আগামী দিনে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে। প্রতিযোগিতা না থাকলে দল শক্তিশালী হয় না।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজ। সঞ্চালনায় ছিলেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মান্না।