শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে ৫ নেতা যাবেন জুলাই ঘোষণাপত্র অনুষ্ঠানে ফ্যাসিবাদ থেকে রেহাই পেয়ে এখন এনজিওর খপ্পরে পড়েছি : রাশেদ খান ড. ইউনূস লোভী হবেন সেটা ভাবিনি : বাঁধন কালীগঞ্জসহ পাঁচ উপজেলায় দুইজন সাব-রেজিস্ট্রার,দুর্ভোগে জমি ক্রেতা-বিক্রেতারা ডিমলায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা রংপুর অঞ্চলে র‍্যাব-১৩ এর পৃথক অভিযানে সাড়ে ৫ কেজি গাজা, ৯৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১ নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা চাইলো এনসিপি মশিউর রহমান রাঙ্গাসহ সাবেক দুই এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা রেলপথে নাশকতার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান রেলওয়ের শিবির জনশক্তি দিয়েছে, ছাত্রদল প্রতিরোধ করেছে: মাহফুজ আলম
মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০১:৫৩ পূর্বাহ্ন

ফ্যাসিবাদ থেকে রেহাই পেয়ে এখন এনজিওর খপ্পরে পড়েছি : রাশেদ খান

ডেস্ক রিপোর্ট / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আমরা ফ্যাসিবাদের খপ্পর থেকে রেহাই পেলেও এখন এনজিওবাদের খপ্পরে পড়েছি বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে টক শোতে অংশ নিয়ে রাশেদ খান এসব কথা বলেন।

রাজনৈতিক দলের ঐক্য ভাঙন নিয়ে তিনি বলেন, ‘ড. মুহাম্মদ ইউনূস এই বিভক্ত রাজনৈতিক অবস্থার অন্যতম মাস্টারমাইন্ড। তিনি কখনো রাজপথের আন্দোলনে ছিলেন না অথচ আজ তিনি ছাত্রদের দল গঠনের কথা বলেন—যেটা অবাস্তব এবং বিভক্তির জন্ম দিয়েছে।

রাশেদ খান বলেন, ‘আমরা যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে ছিলাম, আন্দোলনের দায়িত্ব আমাদের ওপর বেশি ছিল। আমরা সবসময় একতার পক্ষে ছিলাম। আজ শহীদ মিনারের প্রোগ্রামে সবাই যেতে চাইলেও কিছু মানুষ বিভাজনের রাজনীতি করছে। তারা মনে করে শুধু তারাই ভালো, বাকিরা খারাপ।

তিনি আরো বলেন, ‘আমরা চেয়েছিলাম, গণ-অভ্যুত্থানের শক্তিগুলো এক হয়ে একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন করবে। যেখানে সব পক্ষের প্রতিনিধিত্ব থাকবে। সেই সরকার দুই বছর সংস্কার ও বিচার প্রক্রিয়া পরিচালনা করে পরে নির্বাচন দিত।

রাশেদ খান অভিযোগ করেন, ‘সরকারের কিছু উপদেষ্টার মধ্যে ক্ষমতার লোভ প্রবল হয়ে উঠেছে। যেমন ফরিদা আক্তার বলেছেন, শেখ হাসিনার বিচার ছাড়া নির্বাচন হতে পারে না। কিন্তু এক বছরে এই সরকার হাসিনার বিচার বিষয়ে কী করেছে? কাউকে গ্রেপ্তার পর্যন্ত করা হয়নি। বরং আওয়ামী লীগের প্রভাবশালী এমপিদের প্রোটেকশন দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, ‘নির্বাচনের তারিখ দেওয়ার দায়িত্ব সরকারের, আন্দোলন করে সেটা আদায় করতে হবে কেন? বিচার, সংস্কার ও নির্বাচন—এই তিনটি একসাথেই চাই আমরা। কিন্তু সরকারের মধ্যে কেউ কেউ ক্ষমতা আকড়ে ধরার প্রবণতায় বিভাজন সৃষ্টি করছে।’

রাশেদ খান হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যদি কেউ দায়ী হয়, সেটা হবে এই অন্তর্বর্তী সরকার। কারা কারা আওয়ামী লীগের দুর্নীতিবাজদের রক্ষা করছেন সে তথ্য আমার কাছে আছে, এখন বলছি না—ছয় মাস পর বলব।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ