শিরোনাম
নির্বাচনের আগ পর্যন্ত আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান চলবে: স্বরাষ্ট্র উপদেষ্টা নিউইয়র্কে জুলাই বর্ষপূর্তি অনুষ্ঠানে ’জয় বাংলা স্লোগান’, বিএনপি-যুবলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা; হতে পারতো বড় কোনো দুর্ঘটনা! “১০ বছর পরে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন দেইখ্যা নেব” – ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি একসঙ্গেই থাকতেন প্রবাসী ৩ বন্ধু, সড়ক দুর্ঘটনায় একই বাইকে প্রাণ গেলো তিনজনের! ১১ মাসে কোরআনে হাফেজ হয়েছে ১৩ বছরের সোহান ‘স্ক্রিনশট ফাঁস হলে এনসিপি-বাগছাসের বড় অংশ সংকটে পড়ে যাবে’: সাদিক কায়েম ফিরে দেখা ৩৫ জুলাই; ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনা হয়, হাসিনার পতনের ইঙ্গিত; ছাত্রদের ঢাল হয়ে ওঠে সেনাবাহিনী কাগজপত্র ঘাটতি পূরণ করে নিবন্ধনের দৌড়ে এনসিপিসহ ৮০ দল ছাত্রলীগ পরিচয়ে নির্যাতনের অংশীদার হতেন ‘ছাত্রশিবিরের নেতা-কর্মীরা’,
সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

ফিরে দেখা ৩৫ জুলাই; ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে আনা হয়, হাসিনার পতনের ইঙ্গিত; ছাত্রদের ঢাল হয়ে ওঠে সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট / ৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫

আজ ৪ আগস্ট। ২০২৪ সালের এই দিন অসহযোগ আন্দোলনের প্রথম দিন। এদিন প্রায় ৯১ জন মারা যান। এর মধ্যে বেশ কয়েকজন পুলিশ সদস্য ছিলেন। ফলে সরকার আবারও সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দেয়; যা ছিল দ্বিতীয় দফার ইন্টারনেট বন্ধ।

শেখ হাসিনা আন্দোলনরত শিক্ষার্থীদের সমালোচনা করে বলেন, যারা নাশকতা এবং ধ্বংসযজ্ঞে জড়িত তারা আর ছাত্র নয় বরং সন্ত্রাসী।

সরকারকে পদত্যাগে বাধ্য করার লক্ষ্যে শিক্ষার্থীরা দেশের সব প্রান্ত থেকে ঢাকায় পদযাত্রা করার পরিকল্পনা ঘোষণা করেন। সেনাবাহিনী ও পুলিশ জনগণকে কারফিউ না ভাঙতে বা আইন লঙ্ঘন না করার আহ্বান জানায়।

সরকার ইন্টারনেট বন্ধ করে দেয় এবং সন্ধ্যা ৬টা থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে।

৬ আগস্ট ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি থাকলেও ৪ আগস্ট সন্ধ্যায় এটা একদিন এগিয়ে নিয়ে ৫ আগস্ট নির্ধারণ করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ এক বিবৃতিতে এ আহ্বান জানান এবং বলেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। তিনি দেশের ছাত্র-জনতাকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করার আহ্বান জানান।

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ৪ আগস্ট বন্দরনগরী চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন তুঙ্গে উঠেছিল। ওই দিন আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগী সংগঠনগুলো সর্বশক্তি নিয়ে মাঠে নামলেও পিছু হটতে বাধ্য হয়।

আন্দোলনকারীদের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর বিরল ঐক্য গড়ে ওঠে সেদিন। ছাত্রদের দাবির সঙ্গে একমত পোষণ করে সেনাসদস্যরা সেদিন ছাত্রদের রক্ষায় ঢাল হয়ে থাকেন। এমনকি প্রকাশ্যে ছাত্রদের পক্ষে অবস্থান নেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ