শিরোনাম
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে ৫ শিশু হাসপাতালে মিঠাপুকুরে প্রাথমিক শিক্ষক সমিতি ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ১৮ তলা থেকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেল ৩ বছরের শিশু! তিস্তা সেতুর উদ্বোধন আগামী ২৫ আগস্ট রায়েরবাজার কবরস্থানে শহীদদের কবরে নিম্নমানের ইট দেখে ক্ষোভ প্রকাশ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা চাঁদা চেয়ে ‘কিলার গ্যাংয়ের’ চিঠি, বিএনপির নেতাসহ গ্রেফতার ৫ জুলাই নিহত শনাক্তে রায়েরবাজার গণকবরের ১১৪টি মরদেহ তোলার সিদ্ধান্ত ৫ আগস্ট বিকেলে সব পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন: প্রেস সচিব জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন শুধু চাঁদাবাজি নয়; মাদকের ভয়াবহ সিণ্ডিকেটের সাথে জড়িত ছিলেন সাবেক সমন্বয়করা
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন

ফিরে দেখা ২ আগষ্ট; রংপুরে আন্দোলনে একসাথে নেমেছিলেন শিক্ষক-অভিভাবকেরা

স্থানীয় রিপোর্ট / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫

২০২৪ সালের ২ আগস্ট রংপুরসহ সারাদেশে কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এক নতুন মোড়ে পৌঁছে। শিক্ষার্থীদের আন্দোলনে একাত্মতা জানান শিক্ষক ও অভিভাবকরা।

এতে চাপে পড়ে সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল ভেঙে পড়ে। জনতার ঢলে পিছু হটে গণগ্রেফতার অভিযান। আদালত থেকে একে একে জামিনে মুক্তি পান আটক শিক্ষার্থীরা।

গত বছরের ১ আগস্ট আলফি শাহরিয়ার মাহিম (১৬) জামিনে মুক্তি পায়। সে রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলায় তাকে পরিকল্পিতভাবে আসামি করা হয়েছিল।

পরদিন ২ আগস্ট রংপুরের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আরও ৯ শিক্ষার্থীকে জামিন দেন। এর মধ্যে দুজন এইচএসসি পরীক্ষার্থী। ওই দিনই মুক্তি পান সাতজন। বাকি দুজন মুক্তি পান ৩ আগস্ট।

জামিন পাওয়া শিক্ষার্থীরা হলেন, মাওবিন হাসান মুহিন, রাকিব হোসেন, আবদুল্লাহ ইবনে জুবায়ের, আমির হামজা আমির, তৌফিক ওমর ধ্রুব, পাভেল মিয়া, আল মারজান, নিয়াজ আহমেদ রকি ও সৌরভ মিয়া।

আন্দোলনের শুরুর দিকে শহরের বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায় তাদের গ্রেপ্তার করে পুলি

এদিকে, ২০২৪ এর ২ আগস্ট সকাল ১১টার দিকে শিক্ষার্থী ও অভিভাবকরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মূল ফটকের সামনে জড়ো হন। ব্যানার হাতে তারা শান্তিপূর্ণ মিছিল ও পদযাত্রা শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষকরা এতে সংহতি জানান ও সরাসরি অংশ নেন।

তারা আন্দোলনে নিহতদের বিচার দাবি করেন। বিশেষ করে শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডের তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তোলেন। তারা বলেন, সকল গ্রেপ্তারকৃত শিক্ষার্থীকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশ্ন তোলেন, তাদের শান্তিপূর্ণ আন্দোলন কীভাবে সহিংসতায় রূপ নিল? তারা বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে শুধু আমাদের ন্যায্য দাবি তুলেছিলাম। কিন্তু রাষ্ট্রীয় প্রশ্রয়ে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশ আমাদের ওপর হামলা চালায়, মারধর করে, ভয় দেখায়, এমনকি গুলিও চালায়।’

শিক্ষকদের পক্ষ থেকেও শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানানো হয়। তারা আবু সাঈদসহ সব হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিচার দাবি করেন। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকারকে অবশ্যই শিক্ষার্থীদের ন্যায্য দাবি মেনে নিতে হবে এবং অবিলম্বে নিরাপদ ও সুষ্ঠু শিক্ষাঙ্গণ ফিরিয়ে দিতে হবে। অন্যথায় এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই নিতে হবে।

অভিভাবকরা বলেন, ‘আমাদের সন্তানরা ন্যায্য দাবিতে পথে নেমেছে। কেউ নিহত, কেউ আহত, অনেকে ভয়ে আছে। আমরা চুপ থাকবো না। আমরা তাদের পাশে আছি।’

সমাবেশ শেষে বৃষ্টির মধ্যেই পার্কমোড় থেকে শুরু হয় প্রতিবাদ মিছিল। শহরের প্রধান সড়ক ঘুরে বৃষ্টিভেজা মিছিলে স্লোগান ওঠে প্রতিরোধের, প্রতিবাদের, আশা ও সংকল্পের।

এর একদিন আগে, ১ আগস্ট বিকালে বেরোবি ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা। এর আগে তারা ক্যাম্পাসে নীরব মিছিল করেন। অন্তত ৪৫ জন শিক্ষক এতে অংশ নেন। তারা বলেন, আবু সাঈদসহ সব নিহতের বিচার করতে হবে, শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে এবং শিক্ষাবান্ধব পরিবেশ ফিরিয়ে আনতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ