শিরোনাম
টানা ২ বছর যুক্তরাষ্ট্র-ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়লেও ইরানের মজুদ শেষ হবে না! বৈষম্যবিরোধী দুই নেতার বিরুদ্ধে ১০ লাখ চাঁদা দাবির অভিযোগ, অডিও ফাঁস ‘রুমিন আপা, ধানমন্ডি ৩২ নম্বর পাবলিক টয়লেট ছাড়া আর কিছুই হবে না।’ : ইলিয়াস হোসেন ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ রাণীশংকৈল প্রেসক্লাব সাবেক সভাপতি মোবারক আলী’র মায়ের দাফণ জানাযা সম্পন্ন ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে: ফখরুল জুলাই গণহত্যার মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে আগামী ১০ জুলাই রেস্ট হাউসে নারীকাণ্ডের সেই ওসি প্রত্যাহার ফার্মেসিতে ওষুধের আড়ালে মাদকদ্রব্য বিক্রি, গ্রেফতার ৫
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ন

ফার্মেসিতে ওষুধের আড়ালে মাদকদ্রব্য বিক্রি, গ্রেফতার ৫

ডেস্ক রিপোর্ট / ১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ জুলাই, ২০২৫

রাজশাহীর তানোরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য বিক্রির সময় বিপুল পরিমাণ টাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় উপজেলার কালিগঞ্জ বাজারস্থ এলাকায় অভিযান পরিচালনা করে সংস্থাটি তাদের গ্রেফতার করে।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক ঢাকা মেইলকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার আসামিরা হলেন— মৃত হাজী মেছের আলীর ছেলে ময়েজ উদ্দিন (৭৩), ময়েজ উদ্দিনের ছেলে মো. খোকন (৩৫), মৃত রিয়াজ উদ্দিনের ছেলে মো. হাফিজুর (৩৫), সাইদুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (২৬) এবং ওহাব আলীর ছেলে ছারু খান (২৯)। তাদের বাসা তানোরের মাসিন্দা ও রাইতান বড়শো গ্রামে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রাজশাহীর তানোর থানাধীন কালীগঞ্জ বাজারস্থ মাদক কারবারি মো. ময়েজ উদ্দিনের ওষুধের দোকানে অবৈধ মাদকদ্রব্য মজুদ রেখে মাদক কারবারিদের নিকট বিক্রয় করছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামিদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং একটি আভিযানিক দল ওই ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে ৫ মাদক কারবারিকে গ্রেফতার করে এবং ১৬৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, আসামিরা এলাকার সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য। তারা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে ফার্মেসিতে ওষুধ বিক্রির আড়ালে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে রাজশাহী জেলা ও তানোরের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারিভাবে বিভিন্ন মাদক কারবারি ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল। তাদের কাছে থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট ১৬৫ পিস, মোবাইল ও সিম ৫টি করে ১০টি এবং নগদ ৪১ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‌্যাব-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর আসিফ আল রাজেক ঢাকা মেইলকে বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ