রংপুরের শাপলায় প্রেমিকার সাথে দেখা করতে এসে কিছু বখাটে চাঁদাবাজদের কবলে পড়েছেন সিয়াম নামের এক যুবক। চাঁদাবাজদের হাত থেকে বাঁচতে দৌড়ে পালাতে গিয়ে পাশের একটি গভীর ড্রেনে পড়ে পথ হারিয়ে ফেলেন তিনি।
৬ আগষ্ট ( বুধবার) মধ্যরাতে রংপুর নগরীর একটি শাপলা চত্বরের পাশে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সিয়াম শাপলা চত্বর এলাকায় একটি হোটেলে কর্মরত বলে জানা গেছে।
সিয়ামের ভাষ্যমতে, সে তার প্রেমিকার সাথে দেখা করার জন্য ওই এলাকায় আসেন। এসময় সেখানে থাকা বহিরাগত কয়েকজন বখাটে যুবক তার পথ আটকায়। তারা সিয়ামকে নানাভাবে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং এক পর্যায়ে তার কাছে টাকা দাবি করে। সিয়াম টাকা দিতে অস্বীকৃতি জানালে বখাটেরা তাকে ভয়ভীতি দেখাতে ও চাপ প্রয়োগ করতে শুরু করে। পরে তাকে পাশের একটি ব্রিজের নিচে নিয়ে আসে।
পরিস্থিতি বেগতিক দেখে সিয়াম তাদের হাত থেকে বাঁচতে দৌড় দেন। পাশের একটি অরক্ষিত গভীর ড্রেনে পড়ে সিয়াম পথ হারিয়ে ফেলেন।
উল্লেখ্য যে, রাত ১ টার দিকে পড়ে ডিআরবি কর্তৃপক্ষের কাছে তথ্য আসে যে শাপলা চত্বরের পাশে ড্রেনে একটি হাত দেখা যাচ্ছে। পরে সেখানে ফায়ার সার্ভিস ও উপস্থিত জনতা মিলে ছেলেটিকে উদ্ধার করে।