শিরোনাম
দেশে মব সন্ত্রাসে চার বছরে মৃত্যুহার বেড়েছে পাঁচ গুণ জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির কর্মসূচিতে হামলা, আহত ২০ ঠাকুরগাঁওয়ে যৌথবাহিনীর অভিযানে ফেনসিডিলসহ ‘জুলাইযোদ্ধা’ আটক ১২০তম জন্মদিন পালন করলেন শ্রীমঙ্গলের রাম সিং গড়, আসল বয়স ১৩৬ সাদা পাথর লুটপাট: সিলেটের বিএনপি নেতার সব পদ স্থগিত উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না : রিজওয়ানা রাজাকার, রাজাকার স্লোগানের পর ঢাবির ভিসিকে যা বলেছিলেন শেখ হাসিনা ২০ আগষ্ট উদ্বোধন হতে যাচ্ছে সুন্দরগঞ্জের তিস্তা সেতুর সংস্কার বাস্তবায়ন ছাড়া নির্বাচনে যাবে না এনসিপি: আখতার ২৪ ঘণ্টায় কলেজছাত্রী রত্না হত্যার রহস্য উদঘাটন; বিশেষ পুরস্কার পেলেন পুলিশ পরিদর্শক প্রবীর
মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

প্রয়োজনে বিএনপি তিন হাজার আসনেও প্রার্থী দিতে পারবে: হেলেন জেরিন খান

ডেস্ক রিপোর্ট / ৪৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২১ জুন, ২০২৫

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে শুধু ৩০০ আসনে নয়, প্রয়োজন হলে ৩ হাজার আসনেও প্রার্থী দিতে প্রস্তুত আছে বিএনপি। এতে বিএনপির বিন্দু পরিমাণ কোনো কষ্ট হবে না।’ আজ শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া এলাকার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

হেলেন বলেন, ‘বিএনপির জন্য দলের অসংখ্য নেতা-কর্মী জীবন দিয়েছে। বছরের পর বছর এলাকা ছাড়া অনেকে। কেউ আবার কারাবরণ করেছে। কেউ কেউ চাকরি ছাড়া হয়েছে। কিন্তু তারা কেউই এই দলকে ছেড়ে অন্য দলে চলে যায়নি। দলকে ভালবেসে ১৬ বছর অত্যাচার-নির্যাতন সহ্য করেছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন, পৌরসভা, থানা, জেলা সবখানেই বিএনপির অসংখ্য নেতাকর্মী রয়েছে। এসব নেতাকর্মী আগামী জাতীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নেওয়ার দাবিদার। কিন্তু তাদের মধ্যে যারা সৎ ও যোগ্য, যারা মানুষের কল্যাণে কাজ করবে তাদেরকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেবে বিএনপি। আমিও বিএনপির নির্যাতিত নেতা-কর্মীদের একজন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসনে দলের কাছে মনোনয়ন চাইব। দল আমাকে মনোনয়ন দিলে নির্বাচনে অংশগ্রহণ করব।’

সাবেক এই সংসদ সদস্য আরও বলেন, ‘আমার দল আগামীতে সরকার গঠন করলে মাদারীপুরবাসীর সুচিকিৎসা নিশ্চিত করতে মাদারীপুরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করার জন্য আমি সবটুকু চেষ্টা করে যাব।’

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন হাওলাদার, মাদারীপুর জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ