শিরোনাম
১৫ আগস্টে কোনো শোক মিছিল করতে দেওয়া হবে না: পিনাকী ভট্টাচার্য জাপার চেয়ারম্যান আনিসুল ও মহাসচিব রুহুল আমীন নির্বাচিত স্থলবন্দর গুলোর মতো নদী বন্দর গুলোকে পর্যায়ক্রমে ব্যক্তি মালিকানায় দেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে পলাশবাড়ীতে মানববন্ধন সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কাউনিয়া প্রেসক্লাবের মানববন্ধন যৌতুকের জন্য এসিড দিয়ে স্ত্রীর মুখমণ্ডল বিকৃত করার অভিযোগ; অভিযুক্ত স্বামী গ্রেপ্তার সাধারণ শিক্ষার্থী আসলে কারা?’, প্রশ্ন রাশেদ খা রংপুরের মাহিগঞ্জ থেকে র‌্যাব-১৩ এর অভিযানে সাড়ে ৫২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী: ফখরুল এবার গাজীপুরে বিছানায় শোয়াকে কেন্দ্র করে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন
শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৬:২৫ অপরাহ্ন

প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়

ডেস্ক রিপোর্ট / ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ৩০ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।

শুক্রবার (৩০ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয়টি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে ভাষণও দেন।

এর আগে, এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ছয়টি সমঝোতা স্মারক সই হয়।

প্রথম সমঝোতা স্মারক সই হয়েছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে। এই স্মারক জ্বালানি খাতের প্রকল্প বাস্তবায়ন করতে জেবিআইসি ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা জোরদার করবে।

দ্বিতীয় সমঝোতা স্মারক সই হয়েছে অনোডা এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে। ওএনওডা একটি গ্যাস মিটার স্থাপন প্রকল্প বাস্তবায়ন করেছে এবং বিএসইজেডের কারখানায় গ্যাস মিটারের উৎপাদন ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করছে।

তৃতীয় সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ নক্সিস কোং লিমিটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেড (বিএসইজেড) বিএসইজেডের মধ্যে।

বাংলাদেশে ব্যাটারিচালিত সাইকেল এবং ইলেকট্রিক মোটরসাইকেল তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে চতুর্থ সমঝোতা স্মারক সই হয়েছে গ্লেগিট ও মুসাসি সিমিতসু ইন্ডাস্ট্রি গ্লেফিট এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) সঙ্গে নিয়ে।

পঞ্চম সমঝোতা স্মারক সই হয়েছে সিফার কোর কো. লিমিটেডের সঙ্গে। যারা বাংলাদেশে তথ্য নিরাপত্তার সংশ্লিষ্ট একটি বড় প্রকল্প নিয়ে কাজ করছে। এই প্রকল্পটির লক্ষ্য বাংলাদেশকে একটি কোয়ান্টাম-প্রচলিত ডিজিটাল অর্থনীতি হিসেবে পরিণত করা।

ষষ্ঠ সমঝোতা স্মারক সই হয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এবং বিডার মধ্যে।

স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সবাই অভিনন্দন জানান। পরে তিনি বলেন, এখন এগুলো বাস্তবায়ন করা আমাদের কাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ