রবিবার, ১৭ অগাস্ট ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

পুলিশ হেফাজতে আসামিকে মারপিট: ৫ পুলিশের বিরুদ্ধে মামলা করার নির্দেশ

ফয়সাল হোসাইন সনি, বগুড়া  / ২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

বগুড়ার সোনাতলা থানায় পুলিশ হেফাজতে থাকা এক আসামিকে মারপিট করে গুরুতর জখম করার অভিযোগে এক এএসআইসহ পাঁচ পুলিশের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত।

গত ১৪ আগস্ট (বৃহস্পতিবার) বগুড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোসাঃ শারমিন খাতুন আসামির জবানবন্দি ও শারীরিক জখম পরীক্ষার পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালত বগুড়ার পুলিশ সুপারকে (এসপি) সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করার নির্দেশ দেন। একই সঙ্গে আহত আসামি সাইদুর রহমান ইষ্টুর শারীরিক অবস্থা ২৪ ঘণ্টার মধ্যে পরীক্ষা করে প্রতিবেদন দাখিল করতে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

জানা যায়, সোনাতলা থানার একটি মারপিট মামলার বাদী নূরুল ইসলাম। মামলার আসামি সাইদুর রহমান ইষ্টুকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ। অভিযোগ রয়েছে, গ্রেফতারের পর এএসআই মিজানুর রহমানসহ ৪-৫ জন পুলিশ সদস্য মিলে তাকে লাঠি দিয়ে বেদম মারধর করে। এতে তার দুই হাত ও স্পর্শকাতর স্থানে গুরুতর আঘাত লাগে এবং শরীরে ফোলা ও কাটা জখম সৃষ্টি হয়।

এরপর গত ১৪ আগস্ট আসামি আদালতে হাজির হলে তিনি জবানবন্দিতে নির্যাতনের বিষয়টি প্রকাশ করেন। আদালত ঘটনাটি আমলে নিয়ে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ