শিরোনাম
পারিবারিক দ্বন্দ্বের জেরে সংঘর্ষে আহত যুবকও ‘জুলাই যোদ্ধার’ তালিকায় কাউনিয়ায় ফলের দাম বেশি, কমেছে বিক্রি : হতাশায় ব্যবসায়ীরা সাংবাদিক থেকে গায়ক: আব্দুর রহমান ববিনের সুরের জাদু ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে ২৫০০ কোটি টাকা দিয়েছে এস আলম ৩ দফা দাবিতে যমুনা অভিমুখে প্রকৌশল শিক্ষার্থীরা, পুলিশের টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী পালিত দিনাজপুরে বরকে পাশের ঘরে অপেক্ষায় রেখে নববধূর আত্মহত্যা দিনাজপুরে ইউক্যালিপটাস-আকাশমণি চারা উৎপাদন- বিপণন বন্ধে আলোচনা সভা পঞ্চগড়ের দেবীগঞ্জে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য আটক লাইটহীন সড়কে ভোগান্তি হিলি পৌর এলাকায়
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

পুতুলের জন্য ফুল আনতে গিয়ে নিখোঁজ, তিনদিন পর ডোবায় মিললো স্কুলছাত্রীর মরদেহ

ডেস্ক রিপোর্ট / ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

শেরপুরের নালিতাবাড়িতে নিখোঁজের তিন দিন পর মাইমুনা আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ভালুকাকুড়া গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরী একই গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং কালাপাগলা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৩ আগস্ট) দুপুরে নিজ বাড়ির উঠানে প্রতিবেশী বান্ধবীদের নিয়ে পুতুলের জন্মদিন পালন করছিল। পুতুলকে সাজাতে ফুল আনার জন্য বাড়ি থেকে বের হয় মাইমুনা। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। স্থানীয়দের সঙ্গে নিয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও মাইমুনার সন্ধান না পেয়ে পরদিন নালিতাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

তবে মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বাড়ি থেকে কিছুটা দূরের একটি নীচু ডোবা থেকে পচা দুর্গন্ধ পায় স্থানীয়রা। পরে স্থানীয় কয়েকজন ডোবায় নেমে কচুরিপানা সরিয়ে দুর্গন্ধের উৎস খুঁজতে থাকে। একপর্যায়ে ডোবার পানি থেকে স্কুল শিক্ষার্থী মাইমুনার অর্ধগলিত মরদেহ দেখতে পান তারা।

খবর পেয়ে নালিতাবাড়ী থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহটি শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এবিষয়ে নালিতাবাড়ী থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সন্ধ্যায় খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিখোঁজ স্কুল শিক্ষার্থী মাইমুনার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। মরদেহের সুরতহাল তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এরই মধ্যে পুলিশের কয়েকটি টিম মাঠে কাজ করছে। আশা করছি, দ্রুত সময়ের মধ্যে এই হত্যার প্রকৃত কারণ উদঘাটনসহ অপরাধীদের আইনের আওতায় আনতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ