সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে রংপুরের পীরগঞ্জে। মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) প্রেসক্লাব পীরগঞ্জ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান), আঞ্চলিক কার্যালয়, পীরগঞ্জ, রংপুর।
অনলাইন আবেদন প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মোট ৩০ জন সাংবাদিক প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের ফলিত পুষ্টির মৌলিক ধারণা, এর বাস্তব জীবনে প্রয়োগ এবং পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলার উপায় নিয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
আয়োজকরা জানান, জনগণের সুস্থ ও কর্মক্ষম জীবন নিশ্চিত করতে পুষ্টিবিষয়ক জ্ঞান ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা তাদের প্রতিবেদনে পুষ্টি সচেতনতা বৃদ্ধিতে সহায়ক তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন।