রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় বগুড়া-রংপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপার প্রাণ হারিয়েছেন। বুধবার (৭ আগস্ট) সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটে বড়দরগাহ ফ্লাইওভারের প্রায় ২০০ গজ উত্তরে ছোট মির্জাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গাজীপুর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির ছোট কাভার্ড ভ্যান (রেজি: ঢাকা মেট্রো-ন-১৫-৪১৪১) রংপুরমুখী লেনে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ড ভ্যানটির চালক ও হেলপার আহত হন।
খবর পেয়ে বড়দরগাহ হাইওয়ে পুলিশের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত চালকের নাম বাইজিদ (২৩), পিতা ইসরাফিল শেখ, গ্রাম উলুসারা, পোস্ট সফিপুর, থানা কালিয়াকৈর, জেলা গাজীপুর। নিহত হেলপার মুশফিক (২২), পিতা সোহেল বেপারী, গ্রাম পাইকশা, পোস্ট দোহার, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা।
দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে তা স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি সরিয়ে নিতে রেকারের মাধ্যমে কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।