পীরগঞ্জ উপজেলা বিডি ক্লিনের উদ্যোগে স্থানীয় হাসপাতালের অস্বাস্থ্যকর ওয়াসরুম পরিষ্কার ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(১১ আগস্ট) তৃতীয় দিনের কর্মসূচী হিসেবে মেডিকেলের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত ওয়াসরুম দীর্ঘদিন ধরে ছিল অপরিস্কার ও দুর্গন্ধযুক্ত, যেখানে একজন সুস্থ মানুষ প্রবেশ করলেও অসুস্থ হয়ে পড়তে পারতেন। এ পরিস্থিতিতে বিডি ক্লিন পীরগঞ্জের স্বেচ্ছাসেবীরা এগিয়ে এসে ওয়াসরুম সম্পূর্ণভাবে পরিষ্কার করেন এবং হাসপাতাল কর্তৃপক্ষসহ রোগী ও দর্শনার্থীদের নির্দিষ্ট স্থানে ময়লা-আবর্জনা ফেলতে অনুরোধ জানান।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন—উপজেলা সমন্বয়ক: আবু হায়াত মোঃ মুসতবা,সহ-সমন্বয়ক: আর টি রামিম,উপ-সমন্বয়ক (আইটি মিডিয়া): মোছাঃ শেহতাজ আক্তার মৌ,উপ-সমন্বয়ক (লজিস্টিক): মুহি মন্ডল।
বিডি ক্লিনের এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এবং ভবিষ্যতেও পরিচ্ছন্নতা ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।