মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন

পীরগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় আনসার ও ভিডিপি সদস্য বাছাই

তানভীর আহমাদ, রংপুর (পীরগঞ্জ) প্রতিনিধি / ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষার জন্য রংপুর জেলায় শুরু হয়েছে আনসার ও ভিডিপি সদস্য বাছাই কার্যক্রম।

আনসার ও ভিডিপি বাহিনীর রংপুর জেলা কমান্ড্যান্ট রাশেদুল ইসলাম এর নেতৃত্বে আজ রবিবার (৩১ আগস্ট) সকাল ১০ টায় আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্র সাতমাথা মাহিগঞ্জ এবং পীরগঞ্জ উপজেলায় এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, দেশবিরোধী অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে। তাই পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় আনসার-ভিডিপি সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি আরও জানান, কোনো কর্মকর্তা বা সদস্য বাছাই প্রক্রিয়ায় আর্থিক লেনদেনে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, এ বছর পীরগঞ্জ উপজেলায় প্রায় ১০০টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে উপজেলার ১৫টি ইউনিয়ন ও পৌরসভায় আনসার ও ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ঝুঁকিপূর্ণ মণ্ডপে ৮ জন এবং সাধারণ মণ্ডপে ৬ জন করে আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ