জনপ্রিয় ইসলামি বক্তা ডা. জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি বাংলা’ ফের চালুর দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। রবিবার (১৩ জুলাই) আইনজীবী মো. আশরাফুজ্জামান এই আইনি নোটিশটি পাঠান।
জানা গেছে, গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলে প্রচারিত এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি বাংলাসহ ইংরেজি, উর্দু ও চাইনিজ ভাষায় চালু আছে। স্যাটেলাইট সম্প্রচার কখনও বন্ধ হয়নি। শুধু বাংলাদেশ ও ভারতে পিস টিভির ডাউনলিংকের অনুমতি তুলে নেয়ায় ক্যাবল অপারেটররা তা বন্ধ রেখেছে।
তিনি আরও জানান, স্যাটেলাইট মাধ্যমে চালু থাকলেও যেহেতু বাংলাদেশে ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার বন্ধ আছে তাই সেটা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে। আবেদন করা হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অনুমতি দিলে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে চালু হবে।
প্রসঙ্গত, ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার হোলি আর্টিজানে হামলাকারীদের মধ্যে একজন পিস টিভির বক্তা ডা. জাকির নায়েকের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল, এ অভিযোগের ভিত্তিতে পিস টিভি বন্ধ করে দেওয়া হয়।