শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

পিকআপ ভ্যানের ধাক্কায় দেবীগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি: / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

 

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মেহের আলী (৫২) নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকায় এশিয়ান মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার পরশ আলীর ছেলে। আহতরা হলেন—দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রীপাড়া এলাকার মোজাফফর (মৃত নেহাজ উদ্দীনের ছেলে) এবং আশিকুজ্জামান শামীম (অপু শেখের ছেলে)। তিনজনই জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দেবীডুবা ইউনিয়ন শাখার সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, মহান মে দিবস উপলক্ষে ইউনিয়নের সদস্যদের মধ্যে চিঠি বিতরণের জন্য তারা তিনজন মোটরসাইকেলে করে লক্ষীরহাট যাচ্ছিলেন। পথে পঞ্চগড়গামী একটি পিকআপ ভ্যান পিছন থেকে ধাক্কা দিলে তারা ছিটকে সড়কে পড়ে যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মেহের আলীকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত মোজাফফরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং শামীম দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ইফতেখারুল তৌহিদ নোমান বলেন, “তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে মেহের আলীর মৃত্যু হয় চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই। মোজাফফরকে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় রংপুরে রেফার্ড করা হয়েছে।”

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোয়েল রানা বলেন, “চিকিৎসকের প্রতিবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ