“পানি ঘোলা করে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ৫ মিনিটে ঘোলা পানি পরিষ্কার করা হবে।” বলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল বেলা অনুষ্ঠিত বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রংপুর নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের নেতাকর্মীরা দীর্ঘদিন লড়াই-সংগ্রামে পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে। এই খাঁটি সোনা সাম্যের বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ, আইনের শাসন প্রতিষ্ঠা, সমৃদ্ধি ও নিরাপদ বাংলাদেশ গড়তে কাজ করে যাবে।’
আসাদুল হাবিব দুলু বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় একটি দলের নেতা পালিয়ে গিয়েছিলেন পাকিস্তানে। সেই দলের বর্তমান নেতাও সম্প্রতি দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন। আর বিএনপির ইতিহাস মুক্তিযুদ্ধের, সংগ্রামের, দেশ গঠনের। বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ছয় বছর জেল খেটেছেন। তিনি দেশ ছেড়ে পালিয়ে যাননি। এজন্য বিএনপি কর্মী হিসেবে আমরা গর্ববোধ করি’
সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ-উন-নবী ডন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।