লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকার এক কিশোর গত কয়েকদিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ কিশোরের নাম মোস্তফা কামাল, বয়স মাত্র ১৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, মোস্তফা কামাল নিয়মিত স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতেন। কিন্তু সম্প্রতি তিনি মাদ্রাসা থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেননি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল সাদা জুব্বা।
নিখোঁজ মোস্তফা কামালের পিতার নাম আমিনুর রহমান। তার বাড়ি লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম এলাকায়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
যদি কোনো সহৃদয়বান ব্যক্তি মোস্তফা কামালকে কোথাও দেখে থাকেন অথবা তার সম্পর্কে কোনো তথ্য জানতে পারেন, তাহলে অনুগ্রহ করে নিচের যে কোনো নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে: 01610-852345 / 01743-124268
পরিবারটি সন্তানকে ফিরে পাওয়ার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে।