শিরোনাম
আলেম ওলামাদের বাদ দিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভুলে যান: চরমোনাই পির নিজেদের নির্দোষ দাবি করলেন ক্রিকেটার নাসির-তামিমা ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে বৃদ্ধকে কুপিয়ে জখম, অভিযোগ বিএনপির কর্মীর বিরুদ্ধে মিডফোর্ডে হত্যাকাণ্ডের শিকার সোহাগের পরিবারের পাশে দাঁড়িয়েছে বিএনপি মাছ কেনা নিয়ে আগারগাঁওয়ে ব্যবসায়ীদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হাসিনার উচ্চারিত ‘রাজাকার’ শব্দই হয়ে ওঠে তার পতনের সূচনার স্লোগান কিশোরগঞ্জে মাটি ছাড়াই সবজি চারা উৎপাদন করছে নিত্যানন্দ  পাটগ্রামে পানির তীব্র সংকটে আমন ধান রোপণে বিপাকে কৃষকরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই জাতি নিরাপদ বাংলাদেশ পাবে : দেলাওয়ার হোসেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০২:১৬ অপরাহ্ন

পাটগ্রামে পানির তীব্র সংকটে আমন ধান রোপণে বিপাকে কৃষকরা

মো মুবাশ্বির ইজায মুর্শিদ / ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫

 

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলায় পানির সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছেন এলাকার কৃষকরা। সময়মতো বৃষ্টিপাত না হওয়ায় এবং সেচ সুবিধার অভাবে আমন ধানের রোপণ কার্যক্রম শুরু করতেও হিমশিম খাচ্ছেন তারা।

এ বছর পাটগ্রামে লক্ষ্যমাত্রা অনুযায়ী আমন ধানের চারা রোপণের মৌসুম শুরু হলেও অনেক জমিতে এখনও পানির অভাবে চারা রোপণ সম্ভব হয়নি। কৃষকরা জানান, যেসব জমিতে আগেই চারা রোপণ করা হয়েছে, সেখানে চারা শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কৃষক আবুল কাশেম বলেন, “জমি তৈরি করে চারা রোপণ করার জন্য অপেক্ষা করছি। কিন্তু সেচের পানি না পেয়ে সব কিছু থেমে আছে। টিউবওয়েল চালাতে গেলেও বিদ্যুৎ বিভ্রাট আর খরচ বেশি হওয়ায় সেটা সম্ভব হচ্ছে না।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে বৃষ্টিপাত না থাকায় এবং সেচের উপযুক্ত ব্যবস্থা না থাকায় কৃষকেরা সময়মতো আমন চাষ করতে পারছেন না।

পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “চলমান খরার কারণে আমন চাষে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে। তবে কৃষকদের বিকল্প সেচ ব্যবস্থার পরামর্শ দেওয়া হচ্ছে এবং সেচ পাম্প ব্যবহারেও সহায়তা করা হচ্ছে।”

এদিকে কৃষকদের দাবি, খরিপ মৌসুমে পর্যাপ্ত সেচ সুবিধা ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত না হলে আমন চাষ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, যার প্রভাব পড়বে খাদ্য উৎপাদনেও।

পানির অভাব কাটিয়ে কৃষক যেন নির্ভরযোগ্যভাবে চাষাবাদ করতে পারেন—এমন কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন কৃষক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ