লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার মাশানটারি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লঙ্ঘন করে অবৈধভাবে বালু উত্তোলন, বিক্রি ও পরিবহনের অপরাধে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেওয়া হয়। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম রাব্বি হাসান (২২), পিতা: আবু সালাম, সাং: উফারমারা, পাটগ্রাম।
অভিযানের সময় পাটগ্রাম থানার এসআই হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।