লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধবলসুতী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করে বাংলাদেশের অভ্যন্তরে আনুমানিক ৫০ গজের মধ্যে ল্যাম্পপোস্ট স্থাপন এবং যত্রতত্র ড্রোন মহড়া চালানোর অভিযোগ উঠেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া বা কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি।
স্থানীয়দের অভিযোগ, বিএসএফ নিয়মিতভাবে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে ড্রোন উড়িয়ে তৎপরতা চালাচ্ছে, যা সীমান্ত নিরাপত্তা এবং জনগণের ব্যক্তিগত নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সীমান্তবর্তী কৃষকরা আতঙ্কে আছেন এবং রাতে চলাচলেও উদ্বেগ প্রকাশ করছেন।
বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সীমান্তের নির্ধারিত সীমারেখার কাছাকাছি কোনো স্থায়ী কাঠামো নির্মাণ বা নজরদারি যন্ত্রপাতি স্থাপন করার আগে দুই দেশের যৌথ আলোচনা প্রয়োজন। তবে এবারের ঘটনায় বিএসএফ এককভাবে পদক্ষেপ নিয়ে সেই প্রক্রিয়া উপেক্ষা করেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। তারা অবিলম্বে এই বিষয়ে উচ্চ পর্যায়ে কূটনৈতিক ও সামরিক পর্যায়ে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে বিজিবি’র কোনো কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে মন্তব্য করতে রাজি হননি।