শিরোনাম
শিক্ষককে গলা ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দিল বিএনপি-ছাত্রদল এবার ৩৫ বছরের নারীকে বিয়ের দাবিতে অনশনে বসেছে ৭৫ বছরের বৃদ্ধ দুই দশক পর বিটিভিতে ফিরতে যাচ্ছে ‘নতুন কুঁড়ি’ বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার অনুমোদন বাতিলের আহবান বগুড়ায় সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ টিমের অভিযানে ৬টি হাতবোমা উদ্ধার ও ধ্বংস র‌্যাব-১৩ এর পৃথক অভিযানে ২৪৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার বিদেশে পাচার হওয়া ৪০ হাজার কোটি টাকার সম্পত্তির ‘তথ্য’ হাতে পেলেন প্রধান উপদেষ্টা একদিকে ভারতের সর্বনাশ, আরেকদিকে বাংলাদেশের ‘পৌষ মাস’ মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দীন গ্রেপ্তার বগুড়ায় বিএনপি নেতার বাড়িতে প্রবাসীর স্ত্রীর বিয়ের দাবিতে অনশন
সোমবার, ১৮ অগাস্ট ২০২৫, ০৪:৫৪ পূর্বাহ্ন

পাকিস্তানে পরপর ৩টি ভূমিকম্প, শহরজুড়ে আতঙ্ক

ডেস্ক রিপোর্ট / ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২ জুন, ২০২৫

পাকিস্তানের অন্যতম বৃহৎ ও ঘনবসতিপূর্ণ শহর করাচি গত ২৪ ঘণ্টায় তিনবার মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে। প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় রোববার বিকেলে এবং সর্বশেষটি সোমবার সকালে। প্রতিটি কম্পনই ছিল নিম্নমাত্রার, তবে ভূমিকম্পের ঘনঘন পুনরাবৃত্তি নাগরিকদের মধ্যে উদ্বেগ ও আশঙ্কার সৃষ্টি করেছে। খবর ডন-এর।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, সোমবার সকালে অনুভূত হওয়া সর্বশেষ ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.২। এর উপকেন্দ্র ছিল করাচির ঘনবসতিপূর্ণ কায়েদাবাদ এলাকা। ঠিক একদিন আগেই, রোববার বিকেল ৫টা ৩৩ মিনিটে একই এলাকায় ৩.৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল।

এই দুটি ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূপৃষ্ঠের এত কাছ থেকে কম্পন শুরু হওয়ায় ভূমিকম্পগুলো স্পষ্টভাবে অনুভূত হয়, বিশেষ করে বহুতল ভবনে।

এছাড়া রোববার দিবাগত রাত ১টা ৫ মিনিটে করাচির গাদাপ টাউনের আশপাশে আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়। সেটির মাত্রাও ছিল ৩.২ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২ কিলোমিটার গভীরে। তবে এসব ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অফিসের করাচি শাখার প্রধান আবহাওয়াবিদ আমির হায়দার বলেছেন, এসব ভূমিকম্পের উৎস করাচির লান্ধি অঞ্চলের একটি সক্রিয় ফল্ট লাইন। তিনি জানান, ভূমিকম্পের তীব্রতা আপাতত উদ্বেগজনক নয় এবং ক্রমশ কমে আসছে। তবে এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কবে এগুলো থামবে।

তার ভাষায়, ‘আমরা এখনো নির্দিষ্ট কোনো পূর্বাভাস দিতে পারি না, তবে বর্তমান ধারা অনুযায়ী অনুমান করা যায়, এই কম্পনগুলো আগামী এক সপ্তাহের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে।’

ভূতাত্ত্বিকদের একাংশের মতে, এ ধরনের ক্ষুদ্র ভূমিকম্প অনেক সময় বৃহৎ ভূমিকম্প প্রতিরোধেও সহায়ক হতে পারে। কারণ এগুলো ধারাবাহিকভাবে ভূত্বকের টেকটোনিক প্লেটের সঞ্চিত শক্তি মুক্ত করে। তবে অনেক বিশেষজ্ঞ এটাও বলেন, একটানা ক্ষুদ্র ভূকম্পন বড় একটি ভূমিকম্পের পূর্বাভাসও হতে পারে।

ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে রেকর্ড করা হয় ২০টিরও বেশি নিম্নমাত্রার ভূমিকম্প, যা গড়ে প্রতিদিন একটি করে। এপ্রিল মাসেও খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাবের রাজধানী শহরসমূহ—পেশোয়ার, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং লাহোর—এ ভূকম্পন অনুভূত হয়।

পাকিস্তানের ভূগঠনগত অবস্থান এ ধরনের ভূকম্পনপ্রবণতা ব্যাখ্যা করে। ভূতত্ত্ববিদ ও প্রকৌশলী মোহাম্মদ রেহান বলেন, ‘পাকিস্তান ৩টি প্রধান টেকটোনিক প্লেটের সীমানায় অবস্থিত—আরবীয়, ইউরো-এশীয় এবং ভারতীয় প্লেট। এই মিলনস্থলে ৫টি প্রধান সিসমিক (ভূকম্পন) জোন গড়ে উঠেছে, যার কারণে এ অঞ্চলে ভূমিকম্প একটি স্বাভাবিক ঘটনা।’

তিনি জানান, করাচি মূলত দ্বিতীয় শ্রেণির ভূকম্পন ঝুঁকিপূর্ণ অঞ্চলে পড়ে, তবে লান্ধি, মালির, গাদাপ ও কায়েদাবাদ অঞ্চলে ফল্ট লাইনের সক্রিয়তার কারণে ঝুঁকি বেড়ে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ