সীমান্ত উত্তেজনার মধ্যে ভারতের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী অন্তত পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পাকিস্তান যথাসময়ে, অত্যন্ত সুনির্দিষ্টভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। আমাদের বাহিনী দক্ষতার সঙ্গে দেশের আকাশসীমা রক্ষা করেছে এবং আক্রমণের উপযুক্ত জবাব দিয়েছে।’
প্রতিরক্ষামন্ত্রীর মতে, এই পাল্টা আঘাতে পাকিস্তান কৌশলগতভাবে এগিয়ে গেছে। তিনি জানান, দেশটির সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সম্পূর্ণ প্রস্তুত।
এদিকে পাকিস্তানের নিরাপত্তা সংস্থার সূত্র দিয়ে সামা টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এই উত্তেজনার মধ্যে ভারতীয় বিমান বাহিনীর তিনটি যুদ্ধবিমান এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।