শিরোনাম
পঞ্চগড়ে ৯ জনকে পুশ ইন করল বিএসএফ ঠাকুরগাঁওয়ে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার ৫ আগস্টের মধ্যে ঘোষিত হবে জুলাই ঘোষণাপত্র : মাহফুজ প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে বিএনপি: মির্জা আব্বাস লালমনিরহাটে ইউএনওর স্বাক্ষর স্ক্যান করে দুর্নীতি; জামায়াত নেতাকে শোকজ দিনাজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মীদের মিছিলের চেষ্টা, ২ জন গ্রেপ্তার রংপুর কমিউনিটি মেডিকেলে এক মাসে ১০০টি সফল হার্ট অপারেশন সম্পন্ন এনসিপির অপরাজনীতি ও জুলাই বিক্রি বন্ধ করতে হবে : মাসুদ ৩ কোটি টাকা বিলের তদবির করতে গিয়ে বৈষম্যবিরোধীর দুই ছাত্রনেতা আটক মিঠাপুকুরে বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ: আসামি পলাতক
শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

পলাশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণে অনিয়মের তদন্ত অনুষ্ঠিত

মো: পাপুল সরকার(পলাশবাড়ী)গাইবান্ধা: / ১১ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ি মৌজায় অবস্থিত পলাশবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণে বাজেটের অপচয়, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, ঠিকাদারি প্রক্রিয়ায় জালিয়াতি, দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলীর অব্যবস্থাপনা

ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত হয়েছে।

৩১ জুলাই বৃহস্পতিবার সকালে, পলাশবাড়ী উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী হেলালুর রহমান হেলালের বিরুদ্ধে অনিয়ম – দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার,সরকারী দায়িত্ব পালনে চরম অবহেলা স্বেচ্ছাচারিতার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করেন নির্বাহী প্রকৌশলী তত্ত্বাবধায়ক (প্রকৌশলী দপ্তর রংপুর) তাওহীদ ইসলাম।

এ সময়,উপজেলা প্রকৌশলী,স্থানীয় রাজনীতিবিদ, গণমাধ্যম কর্মী, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

তদন্ত শেষে, তদন্তকারী কর্মকর্তা সাংবাদিকদের জানান, পলাশবাড়ী প্রাথমিক বিদ্যালয় নতুন ভবন নির্মাণের অনিয়ম খবর গণমাধ্যমে প্রকাশ হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে তদন্তকারী কর্মকর্তা হিসেবে নিযুক্ত করেছেন।আমি অভিযোগের আংশিক সত্যতা পেয়েছি যা নোট করেছি যা আমি লিখিত আকারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করবো। আশা করি পরবর্তীতে বিদ্যালয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। উপসহকারী প্রকৌশলী হেলালুর রহমান হেলালের বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি স্থানীয়দের এবং সাংবাদিকদের আশ্বস্ত করেন।

উল্লেখ্য, ২০২২-২৩ অর্থবছরে প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (PEDP-4) এর আওতায় ১ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টিতে ভবন নির্মাণকাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয় বলে অভিযোগ স্থানীয়দের। বিষয়টি নিয়ে বারংবার প্রতিবাদ জানালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি। অভিযোগ রয়েছে, প্রকৌশলী হেলাল একটি প্রভাবশালী মহলের ছত্রছায়ায় থেকে নিয়ম-নীতি উপেক্ষা করে কাজ চালিয়ে যাচ্ছেন।

স্থানীয়দের প্রবল আপত্তির মুখে কিছুদিন কাজ বন্ধ থাকার পর গত ২৩ জুলাই (সোমবার) দুপুরে গোপনে নির্মাণশ্রমিক এনে পুনরায় কাজ শুরু করা হয়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে হেলাল উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেন যে, এলাকাবাসী ‘চাঁদা দাবি’ এবং ‘সরকারি কাজে বাধা’ দিচ্ছেন। তিনি ভ্রাম্যমাণ আদালতের হস্তক্ষেপও কামনা করেন। অভিযোগের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইয়াসা রহমান তাপাদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে নির্মাণকাজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান,বিদ্যালয় ভবনের নির্মাণকাজে অনিয়মের দৃশ্য পরিলক্ষিত হয়েছে এবং এলাকাবাসীর উপর আনীত অভিযোগ সত্য নয় বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ