পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক হয়েছে। মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এ এইচ এম মাসুম বিল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
মাসুম বিল্লাহ আজ শনিবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ফেসবুক পেজ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে।
মন্ত্রণালয়ের অন্য একজন কর্মকর্তা বলেন, হ্যাকারেরা ফেসবুক পেজে জুয়ার প্রচার চালাচ্ছে। এতে ইন্দোনেশিয়ার ভাষা ‘বাহাসা’য় কিছু প্রচার চলছে। তবে হ্যাকারদের মূল পরিচয় আড়াল করতে বাহাসা ব্যবহার করা হচ্ছে, এমনটা মনে করছেন কর্মকর্তারা।