মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

পঞ্চগড় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ঈদের পর নেপালে ২৫২ মেট্রিক টন আলু রফতানি

ডেস্ক নিউজ / ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের বন্ধের পর চালুর প্রথম দিনেই বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে রফতানি হয়েছে ২৫২ মেট্রিক টন এস্টারিক্স আলু। রোববার (৬ এপ্রিল) দুপুরের দিকে কয়েকটি ট্রাকে বাংলাবান্ধা স্থলবন্দর থেকে ভারতের ফুলবাড়ি স্থলবন্দর হয়ে নেপালে রফতানি করা হয় আলুগুলো।

জানা গেছে, আলু রফতানি করছে ‘থিংকস টু সাপ্লাই’ ও ‘স্বাধীন এন্টারপ্রাইজ’ নামের দুটি প্রতিষ্ঠান। এখন পর্যন্ত চলতি বছরের জানুয়ারি থেকে ৬ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২ হাজার ৫৮৩ মেট্রিক টন আলু রফতানি হয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জল হোসেন।

তিনি আরও জানান, ‘থিংকস টু সাপ্লাই’ ও ‘স্বাধীন এন্টারপ্রাইজ’ নামের দুটি রফতানিকারক প্রতিষ্ঠান দিনাজপুর, পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার বিভিন্ন এলাকা থেকে আলুগুলো সংগ্রহ করে নেপালে রফতানি করছে। রফতানি করা আলুর মধ্যে ‘থিংকস টু সাপ্লাই’ এর ছিল ১৪৭ মেট্রিক টন এবং ‘স্বাধীন এন্টারপ্রাই’ এর ছিল ১০৫ মেট্রিক টন আলু। রফতানি করা আলুগুলো বন্দর ইয়ার্ডে প্রবেশ করার পর নতুন করে সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষার পর দুপুরে নেপালে পাঠানোর ছাড়পত্র দেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ