পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ভারতীয় সীমান্ত সংলগ্ন জয়ধরভাঙ্গা গ্রাম থেকে আহতাবস্থায় একটি নীলগাই উদ্ধার করেছে বন বিভাগ। বুধবার (৯ এপ্রিল) বিকেলে নীলগাইটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, স্থানীয়রা নীলগাইটি দেখতে পেয়ে হরিণ ভেবে তাড়া করে। এসময় নীলগাইটি ভয়ে পাঙ্গা নদীতে ঝাঁপ দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে বেধে রাখা হয়। খবর পেয়ে বিজিবির সহায়তায় পঞ্চগড় বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে এসে নীলগাইটি উদ্ধার করে নিয়ে যায়।
সামাজিক বন বিভাগ পঞ্চগড়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘‘নীলগাইটি ভারত থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে ধারণা করা হচ্ছে। কাঁটাতারের বেড়া ভেঙে বাংলাদেশে প্রবেশের সময় নীলগাইটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। বর্তমানে নীলগাইটির চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হবে।’’
তিনি আরো বলেন, ‘‘নীলগাই বিলুপ্ত প্রজাতির প্রাণী এবং খুবই ভিতু। মানুষ দেখলে এরা খুব ভয় পায়। উদ্ধার হওয়া নীলগাইটির বয়স দুই থেকে আড়াই বছর হতে পারে।’’