পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নিশাত (১৮) নামে এক কলেজ ছাত্রের। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরো ২জন। আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে রেফার্ড করা হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের হারাদিঘী নিউমার্কেট ডাহুক ব্রীজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত নিশাত ওই ইউনিয়নের ডাঙ্গী কালদাসপাড়া গ্রামের আমির হামজার ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত নিশাত একই মোটরসাইকেলে চাচাতো ভাই মুরসালিনসহ শালবাহান বাজারে যাচ্ছিলেন। ডাহুক ব্রীজ এলাকায় পৌঁছালে ওপরদিক শালবাহান বাজার থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এটে তারা ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে নিশাতকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপর দিকে গুরুত্বর আহতদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে প্রেরণ করে।
বুড়াবুড়ি ইউপি চেয়ারম্যান তারেক হোসেন বলেন, মোটরসাইকেল দূর্ঘটনায় নিশাত নামের একজনের মৃত্যু হয়েছে। দুজন আহত হয়েছে। নিহতের মরদেহ নিয়ে আসা হবে। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুসা মিয়া দূর্ঘটনায় কলেজ শিক্ষার্থীর মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছেন।