পঞ্চগড়ের বোদা উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং সাকোয়া ইউনিয়ন ছাত্রদলের চার নেতাকে বহিষ্কারের পর এবার আরও চার ছাত্রদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সম্প্রতি এই নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নানা আলোচনার জন্ম দিয়েছে।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- বোদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রায়হানুল আলম প্রধান রিয়েল, সদস্য সচিব রাকিবুল আহসান রম্য, পাথরাজ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ মানিক এবং সদস্য সচিব মাজেদুর সরকার মুন্না। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৭ জুলাই জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদ এবং তিতুমীর কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সহ-সভাপতি মাসুদ রানা রিয়াজের ওপর প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রেক্ষিতে ছাত্রদলের চার নেতাকে বহিষ্কার করা হয়। পরে বহিষ্কৃতদের পুনর্বহালের দাবিতে গত ৮ জুলাই বোদা উপজেলা, পৌর ও পাথরাজ কলেজ ছাত্রদল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করে।
এ সমাবেশে বক্তব্য দেয়ার পরদিন ৯ জুলাই সমাবেশে অংশগ্রহণকারী চার নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়। নোটিশে বলা হয়, তারা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং এ বিষয়ে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা লিখিতভাবে ব্যাখ্যা করতে হবে।
উল্লেখ্য, কারণ দর্শানোর নোটিশে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের উপস্থিতিতে ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।