শিরোনাম
বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ গাইবান্ধায় আ.লীগের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, খুলে নিয়ে গেছে জানালার গ্রিল-রড চিলমারীতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার মার্কিন মধ্যস্থতায় বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতিতে ভারত-পাকিস্তান আরব সাগরে ভারতের যুদ্ধজাহাজ, বাড়ছে উত্তেজনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় যুবলীগ নেতা ও স্কুলশিক্ষক কামাল গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে পুলিশের মামলা পাকিস্তানকে ১.৪ বিলিয়ন ডলার ঋণ দেয়ার সিদ্ধান্ত আইএমএফের আরও দুইদিন থাকবে তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে যা জানা গেল তিন বিমান ঘাঁটি আক্রান্তের পর ভারতে পাল্টা হামলা পাকিস্তানের
রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৩৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে উদ্ধার হওয়া নীলগাই পাঠানো হচ্ছে গাজীপুরের সাফারি পার্কে

ডেস্ক নিউজ / ৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

পঞ্চগড়ের উদ্ধার হওয়া বিলুপ্ত প্রজাতির নীলগাইটিকে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হচ্ছে। এরপরে সেখান থেকে চট্টগ্রামের ডুলহাজরা সাফারি পার্কে নেওয়া হবে।

শনিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা বন বিভাগের ফরেস্ট রেঞ্জার হরিপদ বাবু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৯ এপ্রিল ভারত থেকে কাঁটাতার পেরিয়ে নীলগাইটি বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে। স্থানীয়রা আটক করে খবর দেয়। পরে সেখান থেকে উদ্ধার করে আনা হয়। ওই প্রাণীটির শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে। পরে এটিকে চিকিৎসা দিয়ে আমাদের বন বিভাগের একটি ঘরে রাখা হয়। চিকিৎসা পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে নীলগাইটি। আজ গাজীপুর সাফারি পার্ক থেকে একটি প্রতিনিধি দল নীলগাইটির স্বাস্থ্য পরীক্ষা করে দেখবে। তারা প্রথমে গাজীপুর ও পরে চট্টগ্রামের ডুলহাজরা সাফারি পার্কে উন্মুক্ত নীলগাইটি করবে।

এর আগে গত বুধবার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের জয়ধরডাঙ্গা এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির আহত নীলগাই উদ্ধার করে বন বিভাগ। পরে প্রাণিসম্পদ অফিসে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে নীলগাইটিকে পঞ্চগড় বন বিভাগে রাখা হয়।

স্থানীয়রা জানান, বুধবার দুপুরে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে নীলগাইটি। পরে তাকে হরিণ ভেবে শত শত মানুষ তাড়া করে। বিকেলে জয়ধরডাঙ্গা এলাকার পাঙ্গা নদীতে ঝাঁপ দেয় নীলগাইটি। পরে চারপাশ ঘিরে নীলগাইটিকে ধরে বেঁধে রাখেন স্থানীয়রা। খবর পেয়ে স্থানীয় বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা নীলগাইটি উদ্ধার করে বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। পরে বন বিভাগের বিট কর্মকর্তা জয়নুল আবেদিন নীলগাইটিকে নিয়ে এসে প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ