বুধবার, ০৭ মে ২০২৫, ১০:৩৬ অপরাহ্ন

পঞ্চগড়ের গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

ডেস্ক নিউজ / ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

রাজধানীতে পঞ্চগড়ের গণধর্ষণ মামলার সাদ্দাম (৩২) নামে এক আসামিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশের গোয়েন্দা বিভাগ। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রেলওয়ে পুলিশের সূত্র জানিয়েছে, ২০২২ সালে পঞ্চগড় জেলার সদর থানায় সংঘটিত গণধর্ষণ মামলার অন্যতম পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি সাদ্দাম। তাকে গতকাল রাতে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘ দিন থেকে পলাতক ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম জানিয়েছে, এ ঘটনার পরপরই পঞ্চগড় থেকে পালিয়ে ঢাকায় এসে দীর্ঘ তিন বছর আত্মগোপনে ছিলেন। পঞ্চগড় আদালতে তার বিরুদ্ধে গণধর্ষণ মামলার বিচার কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ