আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় ‘নৌকা’ প্রতীক নির্বাচন কমিশনের (ইসি) তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে ‘শাপলা’ প্রতীক তফসিলভুক্ত করার আবেদন জানিয়েছে দলটি। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির প্রতীকের তফসিলে নৌকা থাকবে এবং শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবদুর রহমানেল মাছউদ।
রবিবার (১৩ জুলাই) এ কথা জানিয়ে ইসি মাছউদ আরও বলেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে। কারণ, প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি। এ প্রতীকগুলো ইসির সংরক্ষিত।
এর আগে সকালে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত এবং নৌকা প্রতীক বাদ দেওয়ার দাবি জানায়। এনসিপির নেতারা দুপুরের পর নির্বাচন ভবন ত্যাগ করলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) অন্যান্য কমিশনারদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের বলেন, “শাপলা প্রতীক তফসিলভুক্ত না করার সিদ্ধান্ত বহাল থাকছে। পাশাপাশি, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন নিষিদ্ধ না হওয়ায় তাদের প্রতীক ‘নৌকা’ তফসিল থেকে বাদ দেওয়ারও সুযোগ নেই।”
সকালে সিইসির সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, “শাপলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। যদি এটি দেওয়া না হয়, তবে এর যৌক্তিক ব্যাখ্যা জনগণের কাছে দিতে হবে। অন্যথায়, আমরা জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবে বিষয়টি মোকাবিলা করব।”
এনসিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা বলেন, “আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় তাদের প্রতীকও তফসিলে থাকার সুযোগ নেই। এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনকে আইনগত ব্যাখ্যা দিয়েছি। সিইসি আমাদের জানিয়েছেন, বিষয়টি তারা পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।”