শিরোনাম
চিলমারীতে স্কুলের নিরাপত্তা প্রাচীর নির্মাণে অনিয়ম, বাঁধা স্থানীয়দের বান্দরবানে সারজিস আলমকে অবাঞ্চিত ঘোষণা ২০ বছর কোমায় থাকার পর সৌদির ‘ঘুমন্ত যুবরাজের’ মৃত্যু গোপালগঞ্জে গ্রেপ্তার ২৭৭ জন কারাগারে পাঠানো হয়েছে, রয়েছে ৯ শিশুও প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন জামায়াতের আমির রাজধানীর সমাবেশে জামায়াত আমিরের অসুস্থতা দেখে হাত তুলে সারজিসের মোনাজাত; ভিডিও ভাইরাল চট্রগ্রামে এনসিপির গাড়িবহরকে উদ্দেশ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় গাড়ি চালকে মারধর নোবেলের, থানায় নিয়ে গেল পুলিশ রাজপথের আন্দোলন দমাতে হাসিনার নির্দেশে হেলিকপ্টার থেকে ‘গুলি’ ছোড়ে র‍্যাব মিরপুরে আ. লীগের মিছিল থেকে ৩ জনকে আটক করে পুলিশে দিলো জনতা
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

নেশাগ্রস্ত অবস্থায় রাস্তায় গাড়ি চালকে মারধর নোবেলের, থানায় নিয়ে গেল পুলিশ

ডেস্ক রিপোর্ট / ২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫

এবার উবার চালককে মারধর করার ঘটনায় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে আটক করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) মধ্যরাতে রাজধানীর কল্যাণপুর জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যায় মিরপুর মডেল থানা পুলিশ। রবিবার (২০ জুলাই) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন মিরপুর থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ রোমান।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্র জানায়, মধ্যরাতে মদ্যপ অবস্থায় উবার চালককে মারধর করেন নোবেল। এ ঘটনায় উৎসুক জনতা জড়ো হলে তোপের মুখে পড়েন নোবেল। পরে ঘটনাস্থলে যায় মিরপুর থানা পুলিশ। আটক করা হয় নোবেল, ভাড়ায় চালিত গাড়ি ও ড্রাইভারকে। সিজ্ঞাসাবাদের পর কোনও পক্ষের অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়।

উবার চালক আকবর হোসেন জানান, উবার অ্যাপের মাধ্যমে একটি প্রাইভেট কার ভাড়া করে গন্তব্যস্থল হাবুলের পুকুরপাড় এলাকায় আসেন কণ্ঠশিল্পী নোবেল। সঙ্গে ছিলেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। গন্তব্যস্থলে যাওয়ার পরও নোবেল গাড়ি থেকে নামতে চান না। উদ্ভট কথাবার্তা ও গালাগালি করতে থাকেন। এভাবে তারা দুজন তর্কে জড়ালে একপর্যায়ে নোবেল উত্তেজিত হয়ে ড্রাইভার তাকে মারধর করেন।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান বলেন, নোবেল রাতে রাস্তায় ড্রাইভারের সঙ্গে জামেলা করছিল। পরে থানার টহল পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে থানায় নিয়ে আসে। এরপর তাদের মধ্যে সমঝোতা হওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

এর আগে, গত মাসের ২৪ তারিখ নারী নির্যাতনের মামলায় জামিন পান নোবেল। তার আগে ২০ মে ধর্ষণ মামলায় গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে ১৯ জুন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে মামলার বাদীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ