শিরোনাম
প্রিজনভ্যানের ভেতরে কাঁদছেন পলক, একজন বললেন, ‘কাইন্দেন না’ সৈয়দপুরে বাইপাসে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত-১৯ নির্বাচনে গণমাধ্যমকর্মীদের মোটরসাইকেল ব্যবহারের অনুমোদন, ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয় ড. ইউনূসের ‘ভাই-ব্রাদার’ কোটায় আসছেন স্বাস্থ্য উপদেষ্টা: হাসনাত আবদুল্লাহ নিজে থেকে পদত্যাগের কোন অভিপ্রায় নেই, নিয়োগকর্তা বললে চলে যাবো: শিক্ষা উপদেষ্টা শিক্ষিকা মাহেরীনের জীবন উৎসর্গেই বুঝা যায়, শেখ পরিবার আর জিয়া পরিবারের পার্থক্য : পিনাকী দুই বছর ধরে কেউ পাস করেনি, অবশেষে স্কুলের নামই বদলে ফেলল কর্তৃপক্ষ — সরকারি গেজেট অনুযায়ী ‘বাবুরহাট বালিকা বিদ্যালয়’ নামে নতুন যাত্রা কালীগঞ্জ উপজেলার নাম পরিবর্তন নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড় একই দিনে হবে এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের স্থগিত পরীক্ষা ঠাকুরগাঁওয়ে সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ,ছাত্রলীগ ও বঙ্গবন্ধু প্রজন্ম লীগের নেতাসহ আটক ৪ জন।
বুধবার, ২৩ জুলাই ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

নেতাকে স্বাগত জানাতে গিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ডেস্ক রিপোর্ট / ১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার ধামতী হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী সমর্থক ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ধামতী আল আজিম কিন্ডার গার্ডেন স্কুল মাঠে প্রয়াত নেতা আব্দুল আউয়াল খান ও মাইস্টোনের বিমান দূর্ঘনার আহত ও নিহতদের জন্য দোয়া আয়োজন করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া। অপরদিকে, কাশারিখোলা গ্রামে প্রয়াত নেতা আব্দুল আওয়াল খানের নিজ বাড়িতে একটি শোকসভা আয়োজন করে আব্দুল আওয়াল খান স্মৃতি সংসদ, এতেও প্রধান অতিথি ছিলেন বিএনপি নেতা সেলিম ভূইয়া।

সেলিম ভূইয়ার আগমন উপলক্ষ্যে দেবিদ্বার চান্দিনা সড়কের বিভিন্ন স্থানে তারেক মুন্সী ও রেজভী মুন্সীর সমর্থকরা সেলিম ভূইয়াকে স্বাগত জানায়, এক পর্যায়ে স্লোগানের মাঝেই দুই গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সেটি হাতাহাতি ও পরে সংঘর্ষে গড়ায়। এতে দুই গ্রুপের পাঁচ জন আহত হন।

আহতরা হলেন- দেবিদ্বার উপজেলা উপজেলা যুবদলের সহ-সভাপতি কায়ছার, সুলতানপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন বিল্লু, পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো: জহির উদ্দিন ও ধামতি ইউনিয়ন ছাত্রদলের ওয়ার্ড সভাপতি ফয়েজ ভূইয়া। আহতরা দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন এবং কেউ কেউ ভর্তি রয়েছেন বলে জানা যায়।

এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বলেন,আমার কর্মীরা শান্তিপূর্ণভাবে অধ্যক্ষ সেলিম ভূইয়াকে রিসিভ করার জন্য দেবিদ্বার চান্দিনা সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়, কাচিসাইর এলাকায় আসার পর তারেক মুন্সীর সমর্থকরা আমার কর্মীদের উপর উসকানিমূলক কথা বলে হাতাহাতি সৃষ্টি করে, পরে আমি নিজে যেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ