নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরের উপর বর্বর হামলার প্রতিবাদে ও ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবীতে বিক্ষোভ মিছিল করা হয়।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ বিক্ষোভ মিছিল এর আয়োজন করে বাংলাদেশ ছাত্র, যুব ও গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ উপজেলার নেতৃবৃন্দ।
উপজেলার দলীয় কার্যালয় হতে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা দলীয় অফিসের সামনে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন নীলফামারী জেলা শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি এ কে উদার, জেলা শাখা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিব শাহ্, কিশোরগঞ্জ উপজেলা শাখা যুব অধিকার পরিষদের সভাপতি লাভলু হক, কিশোরগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক রোমানুজ্জামান রোমান, উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সভাপতি আঃ রাজ্জাক প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে জিএম কাদেরকে গ্রেফতার করতে হবে এখনও কেন গ্রেফতার করা হয়নি প্রশাসনের কাছে জবাব চাই।আপনারা খেলা দেখতেছেন, পুলিশ ও সেনাবাহিনী দেশে অরাজকতা সৃষ্টি করতেছে।
কি কারনে স্বৈরাচারের দোসর জিএম কাদেরকে এখনও গ্রেফতার ও জাতীয়পার্টিকে নিষিদ্ধ করা হচ্ছে না। নুর ভাইয়ের উপরে হামলাকারী কাউকে এখনো গ্রেফতার করা হয়নি আমরা বলতে চাই অতিদ্রুত হামলাকারীদের গ্রেফতার করুন আর এদেশে দোসর দেরকে কোন দিন রাজনীতি করতে দেয়া হবে না হুশিয়ারী দেন নেতৃবৃন্দ।