আদালত চত্বরে জনরোষের মুখে পড়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।
রোববার বেলা সাড়ে ১২টার দিকে নীলফামারী জেলা কারাগার থেকে তাকে আদালতে আনা-নেওয়ার সময় এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আল মাসুদ চৌধুরী।
এদিন ডোমারের পৃথক দুটি মামলায় হাজিরা দিতে আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক দেলোয়ার হোসেনের আদালতে আনে পুলিশ।
এ সময় আদালত চত্বরে বিক্ষুব্ধ কিছু মানুষ ‘ভূয়া, ভোট চোর ও খুনি’ স্লোগান দিয়ে তাকে কিলঘুষি মারার চেষ্টা করেন। তবে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যরা আফতাব উদ্দিনকে নিরাপদে আদালতে হাজির করান।
এরপর আদালত থেকে বের হওয়ার সময়ও বিক্ষুব্ধ লোকজন ফের তাকে আঘাত করার চেষ্টা করে। তখনও পুলিশ দ্রুত তাকে সেখান থেকে সরিয়ে নেন।
এসময় প্রিজন ভ্যান লক্ষ করে ধুলাবালি নিক্ষেপ করেন বিক্ষুদ্ধরা।
পিপি আল মাসুদ চৌধুরী বলেন, রংপুরের একটি মামলায় সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার হয়েছিলেন। পরে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে নীলফামারীর দুটি মামলায় রোববার আদালতে হাজির করে তাকে শোন এ্যারেস্ট দেখানো হয়েছে।
“পরে নীলফামারী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক দেলোয়ার হোসেন তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।”
পিপি আরও বলেন, ২০১৮ সালে ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার ভগ্নীপতি অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও অগ্নিসংযোগ করা হয়।
এ হামলায় জড়িত থাকার অভিযোগে ২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর আফতাব উদ্দিন সরকারসহ আওয়ামী লীগের ৪৩ নেতাকর্মীর নামোল্লেখ করে ও অজ্ঞাত আসামি করে আদালতে মামলা করেন জোড়াবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রবিউল ইসলাম।
এছাড়া ২০১৫ সালের ১৪ মার্চ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মাসুদ বিন আমিন সুমনকে ডোমার শহরের একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায় পুলিশ।
এরপর তাকে থানায় ব্যাপক নির্যাতনসহ সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকার ওসির মাধ্যমে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনার প্রেক্ষিতে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর আফতাব উদ্দিন সরকার ও ডোমার থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করে আদালতে মামলা করেন যুবদল নেতা সুমন।