নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের যুবলীগের আহবায়ক ও চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গতকাল বিকালে তাকে উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেফতার করা হয়।
থানা সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইনে মামলার আসামী যুবলীগ নেতা ও রনচন্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমানকে বুধবার সন্ধ্যায় উপজেলা চত্বর হতে গ্রেপ্তার করা হয়। আটক মোখলেছুর রহমান বিমান রনচন্ডী ইউনিয়নের উত্তর বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তিনি রনচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
উল্লেখ্য যে, কিশোরগঞ্জ থানায় গত ৪ জুন ২০২৫ তারিখে ৪৪ জন নামীয় ও অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন।