শিরোনাম
দেশের ৬ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিলো সরকার রংপুরের মিঠাপুকুরে র‍্যাবের অভিযানে ১৫৩.২০ গ্রাম হেরোইনসহ একজন নারী মাদকব্যবসায়ী গ্রেফতার হিলিতে ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমায় বাজারে অস্থিরতা হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি বৃদ্ধি, দুই মাসে আয় প্রায় ১৮ কোটি টাকা অস্ত্র উদ্ধারে সহায়তা করলে পুরস্কার দেবে সরকার তৌহিদ আফ্রিদির ৭ দিনের রিমান্ড চায় পুলিশ জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-শেহবাজ-মোদি নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক ছাত্রদল নেতাদের ছবি বিকৃত করে অপপ্রচার করার অভিযোগ -দিনাজপুর প্রেসক্লাবে সম্মেলন বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি লোকের কর্মসংস্থান করবেন তারেক রহমান: টুকু
সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:৫১ অপরাহ্ন

নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ যুবক আটক

আসিফ ইশতিয়া লিওন, নীলফামারী জেলা প্রতিনিধি / ২২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নীলফামারীর কিশোরগঞ্জে ফেন্সিডিলসহ নাজির হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছে যৌথবাহিনি।নাজির হোসেন সদর ইউনিয়নের যদুমনি এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।

রবিবার (২৪ আগস্ট) রাত ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামন থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন মুরসালুল জুমার। অভিযানকালে পুলিশও সেনাবাহিনীকে সহযোগিতা করেন।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নাজির দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। এতে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনি অভিযান চালিয়ে তাকে এক বোতল ফেন্সিডিলসহ আটক করেন। এতে তারসঙ্গে থাকা দুটি মোবাইল, একটি মোটরসাইকেল ও চারটি সিম উদ্ধার করা হয়।

এবিষয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, নাজির হোসেন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিলেন। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ