নীলফামারীর কিশোরগঞ্জে গোয়ালঘর থেকে এক কৃষকের ৪ টি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। গত সোমবার (৪ জুলাই) গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর বাহাগিলী ডাঙ্গাপাড়া এলাকার মৃত সেল্লু মামুদের ছেলে সাহেব আলীর বাড়িতে। ভুক্তভোগী কৃষক জানান,গত সোমবার প্রতিদিনের ন্যায় রাতের খাওয়া শেষে বাড়ির সকলে ঘুমাতে যান। পরদিন সকালে গোয়াল ঘর থেকে গরু বাহির করতে গেলে দেখেন গোয়ালঘরে কোনো গরু নেই। গভীর রাতে গরু গুলো চুরি হয়েছে। ভুক্তভোগী কৃষক সাহেব আলীর ছেলে ওয়াসিম বলেন,রাত সাড়ে ১২ দিকে মাছ ধরে বাড়িতে চলে আসেন। খাওয়া দাওয়া শেষে রাত দুইটার দিকে ঘুমে পড়েন। সকাল বেলায় গোয়ালঘর থেকে গরু বের করতে গেলে দেখেন দুটি গাভী ও দুটি বড় ষাঁড় বাছুর চুরি হয়েছে। এতে আমাদের প্রায় দুই লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হলো।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম বলেন,গরু চুরি হওয়ার বিষয়টি শুনেছি।এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।তারপরেও চুরি যাওয়া গরু উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।