নীলফামারীতে বালুবোঝাই ট্রাক্টরের ধাক্কায় রাশেদুল ইসলাম (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সদরের কচুকাটা ইউনিয়নের পশ্চিমপাড়া রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম ওই ইউনিয়নের বড়বাড়ির মাহাবুল ইসলামের ছেলে।
এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ উদ্ধার করা হয়েছে। সব প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’