নীলফামারী জেলায় এক যুগ পর আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে আবু বক্কর সিদ্দিক নামের এক ব্যক্তির দেহাবশেষ। বৃহস্পতিবার দুপুরে জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের পারিবারিক কবরস্থান থেকে মরদেহ উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীর ইসলাম, সদর থানার উপ-পরিদর্শক সজীব সাহা, নিহতের ছেলে লিটন রহমান এবং সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের ছেলে লিটন রহমান ২০২৪ সালের ৩ নভেম্বর ২০২ জনকে আসামি করে নীলফামারী আমলী আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর তার বাবা আবু বক্কর সিদ্দিককে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয়। দীর্ঘদিন রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় তিনি তাৎক্ষণিক মামলা করতে পারেননি।
লিটন রহমান অভিযোগ করেন, এ হত্যাকাণ্ড নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের নির্দেশে সংঘটিত হয়। আদালতের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে মরদেহ উত্তোলন করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্টের ভিত্তিতে মামলার তদন্তে পরবর্তী অগ্রগতি হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এই হত্যাকাণ্ডের মামলায় সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান নূরকে প্রধান আসামি করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং ঘটনাটি নতুন করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।