নীলফামারীর সৈয়দপুরে সেনাবাহিনীর অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও অনলাইন জুয়ারীকে আটক করা হয়েছে।
শুক্রবার(২৫ জুলাই)রাতে উপজেলার মিস্ত্রিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- সৈয়দপুর মিস্ত্রি পাড়া এলাকার জাবেদ আলীর ছেলে তৈয়ব আলী (৪৫) ও বাদশা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক।
জানা যায়, সেনাবাহিনীর ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ আব্দুর রহিম।
পুলিশ ও সেনা সূত্রে জানা যায়, তারা দুজন দীর্ঘদিন ধরে এলাকার মাদক ব্যবসা করে আসছিলেন। পরে সেনাবাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের ২৫০ গ্রাম গাঁজা ও ৬৫ পিচ ইয়াসা ট্যাবলেটসহ তাদের আটক করেন।
এ বিষয়ে সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো মইম উদ্দিন বলেন, সেনাবাহিনীর অভিযানে দুজন মাদক ব্যবসায়ীকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।