নীলফামারীতে মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আইজুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রোববার (১৫ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে নীলফামারী-সৈয়দপুর আঞ্চলিক মহাসড়কের শেখপাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ।
নিহত আইজুল ইসলাম নীলফামারী সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের বারো ঘরিয়া এলাকার মৃত সোবহান আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শেখ মসজিদের সামনে দ্রুত গতির একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী আইজুল ইসলাম মারা যান। এ সময় মোটরসাইকেল চালকসহ আরও তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করান।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।