নীলফামারীর কিশোরগঞ্জে লাল মিয়া (৪৫) নামে এক মুরগি ব্যবসায়ীর বাড়িতে থাকা লোকজনের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে মধ্যরাতে তার বাড়িতে ডাকাতি করেছে দূর্বত্তরা। এঘটনায় উপজেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৩ জুলাই) রাত ২ টার দিকে সদর ইউনিয়নের মুশা পাকার মাথা এলাকায় এ ঘটনা ঘটে। লালমিয়া ওই এলাকার বাসিন্দা ও কিশোরগঞ্জ বাজারের বিশিষ্ট মুরগী ব্যবসায়ী।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত দুইটার দিকে কয়েকজন দৃর্বত্ত মুখ ঢেকে হাতে দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ির পিছন গেট ভেঙ্গে প্রবেশ করেন। পরে তারা রুমের দরজা খোলা পেয়ে ভিতরে প্রবেশ করে বাড়িতে থাকা লোকজনের হাত পা বেঁধে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ির সবকিছু ডাকাতি করে বাড়ির বাহির থেকে দরজা লাগিয়ে পালিয়ে যায়।
আরও জানা যায়, বাড়িতে আনুমানিক ৮ লক্ষ টাকা, চার ভরি সোনা, টিভি মোবাইলসহ বিষয় ইলেকট্রনিকের জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা ।এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
এবিষয়ে ওই বাড়ির গৃহবধূ জেসমিন আরা, গতকাল রাতে আমরা ঘুমাচ্ছিলাম এসময়ে আমার ননদ বাথরুমে যাওয়ার জন্য উঠে। তখনই কয়েকজন লোক মুখ ঢেকে হাতে অস্ত্র নিয়ে পিছন গেট ভেঙ্গে বাড়িতে প্রেবেশ করেন। বাহিরের সব গেট লাগার কারনে রুমের গেট হালকাভাবে লাগিয়েছিলাম। তারা রুমের গেট খোলা পেয়ে রুমে ঢুকে প্রথমে আমার স্বামীর হাত বা বেঁধে গলায় ছুরি ধরেন। পরে আমাদের রুমে গিয়ে তারা আমাদের হাত বা বেঁধে সবাইকে একরুমে নিয়ে গিয়ে গলায় ছুরি ধরে থেকে বাড়ির সবকিছু বস্তুায় ভরে নেয়। পরে আমারা যাতে চিৎকার না করি এজন্য ভয়ভীতি দেখিয়ে রুমের বাহির থেকে দরজা লাগিয়ে চলে যা। আমাদের বাড়িতে নগদ টাকাসহ ১৫ লক্ষ টাকার জিনিসপত্র নিয়ে যায়।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, গতকাল রাতে একটা বাড়ির লোকজনকে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। আমরা এবিষয়ে তদন্ত করছি আশা করি দ্রুত ডাকাতদের গ্রেফতার করতে সম্ভব হবো।